Bango Barta

Sponsored by TMT BAR

খবর যখন

আপনার কাছে

বাংলাদেশে ছড়িয়ে পড়ছে ভয়ঙ্কর বিষধর সাপ রাসেলস ভাইপার

কয়েক বছর ধরে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জনপদে আতঙ্কের নাম হয়ে উঠেছে বিষধর রাসেলস ভাইপার সাপ। বিশেষ করে পদ্মাবেষ্টিত জেলাগুলোয় এখন রাসেলস ভাইপারের দংশন মানেই নিশ্চিত মৃত্যু। পদ্মা ও মেঘনা হয়ে এই সাপ এখন চাঁদপুর, চট্টগ্রামেও পাওয়া যাচ্ছে। দ্রুত বংশ বৃদ্ধি করে ছড়িয়ে পড়ছে বিভিন্ন জায়গায়।

রাসেলস ভাইপারের সংখ্যা বাড়ায় এর দংশনে আক্রান্ত ব্যক্তির সংখ্যাও বাড়ছে। কিন্তু হাসপাতালগুলোতে এর অ্যান্টিভেনম না পাওয়ায় বাড়ছে মৃত্যুর সংখ্যা। দেশে উৎপাদিত ওষুধ বিশ্বের ১৫৭টি দেশে রপ্তানি হলেও এখনও বিষধর সাপের অ্যান্টিভেনম তৈরি করেনি দেশীয় কোনো ওষুধ প্রতিষ্ঠান। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ভারত থেকে অ্যান্টিভেনম আমদানি করে দেশে সরবরাহ করে। কিন্তু প্রয়োজনের সময় হাতের কাছে পাওয়া যায় না।

২০২৩ সালে প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার (এনসিডিসি) করা গবেষণায় জানা যায়, দেশে প্রতি বছর প্রায় চার লাখ তিন হাজার মানুষ সাপের দংশনের শিকার হন। এর মধ্যে সাড়ে সাত হাজার মানুষের মৃত্যু হয়েছে।

সম্প্রতি পদ্মার তীরঘেঁষা পাবনা জেলার ঈশ্বরদীর ডিক্রির চরে রাসেলস ভাইপারের দংশনে মারা যান কৃষক হাফিজুর রহমান সোহেল।

৪২ বছর বয়সি এ ব্যক্তির আত্মীয় হাসান আদিব জানান, পদ্মার চরের মাঠে সাপে কাটার পর সোহেলকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। কোথাও রাসেলস ভাইপার সাপের অ্যান্টিভেনম পাওয়া যায়নি। বিভিন্ন হাসপাতাল ঘুরেও সঠিক চিকিৎসা পাওয়া যায়নি। বিনা চিকিৎসায় তিনি মারা যান।

চলতি বছর এ পর্যন্ত পদ্মার তীরবর্তী রাজশাহী, রাজবাড়ী, মানিকগঞ্জসহ বিভিন্ন জেলায় রাসেলস ভাইপারের দংশনে অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মাঝে চলতি বছরের মার্চ থেকে মে, গত তিন মাসে মানিকগঞ্জের হরিরামপুরের চরাঞ্চলেই বিষধর রাসেলস ভাইপারের দংশনে প্রাণ হারিয়েছে পাঁচজন।

বাংলাদেশে অনেক সাপ দংশন করলেও বিষধর নয় এমন সাপের সংখ্যাই বেশি। দেশে সাধারণ বিষধর সাপ এলাপিড গ্রুপ (এলাপিড হচ্ছে গ্রীষ্মমণ্ডলীয় ও নাতিশীতোষ্ণ অঞ্চলে প্রাপ্ত বিষধর সাপগুলোর একটি পরিবার। এর মূল বিস্তৃতি ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে)। এখন পর্যন্ত এ পরিবারভুক্ত ৬১টি এবং ৩২৫টি প্রজাতির কথা জানা গেছে। এর মধ্যে রয়েছে গোখরা। ভাইপারিডি যা ভাইপার বা ভাইপারিডস নামেও পরিচিত। এটি পৃথিবীতে প্রাপ্ত বিষধর সাপগুলোর চারটি পরিবারের একটি। অ্যান্টার্কটিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, মাদাগাস্কার, হাওয়াই, এবং আর্কটিক মেরুবৃত্তীয় অঞ্চল ব্যতীত বিশ্বজুড়েই এটির বিস্তৃতি লক্ষ্য করা যায়। ভাইপারিডি গ্রুপে আছে সবুজ সাপ বা গ্রিন ভাইপার ও আরেকটি রাসেলস ভাইপার। এগুলো আমাদের দেশের বিষধর সাপ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ফরিদ আহসান বলেন, দেশে প্রায় ১০৪ প্রজাতির সাপ পাওয়া যায়। এর মধ্যে ৩০ প্রজাতির সাপ বিষধর। সবচেয়ে বিষধর হলো রাসেলস ভাইপার। রাসেলস ভাইপার শুকনো বা ভাটি অঞ্চলে থাকে। তবে এরা পানিতেও সমান ভাবে থাকতে পারে। এরা ডিম না পেড়ে বাচ্চা জন্ম দেওয়ায় এদের প্রজনন বেশি। অনেক ক্ষেত্রে চরাঞ্চলে কচুরিপানার মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকতে পারে।

অধ্যাপক ফরিদ আহসান বলেন, রাসেলস ভাইপার একসঙ্গে অনেক বাচ্চা জন্ম দেয়। অনেক বছর দেশে রাসেলস ভাইপারের খবর ছিল না। ২০১১-১২ সালের দিকে রাজশাহীর তানোরে রাসেলস ভাইপার দেখা যায়। এরপর রাজশাহীতে সীমাবদ্ধ না থেকে পদ্মা, যমুনা দিয়ে মেঘনা হয়ে চাঁদপুরে যায়। এখন মানিকগঞ্জে অনেক পাওয়া যাচ্ছে। পানির অববাহিকা দিয়ে রাসেলস ভাইপার চলাচল করে। রাসেলস ভাইপার দ্রুত বংশবৃদ্ধি করছে এবং বিভিন্ন জায়গায় ছড়িয়েও পড়ছে।

অন্যদিকে, রাসেলস ভাইপারের রং অনেকটা জমির রঙের সঙ্গে মিলে যাওয়ায় কৃষকরা ঠিকমতো খেয়াল করেন না। কাজ করতে গিয়ে দংশনের শিকার হন।
বাংলাদেশের ঢাকা থেকে শাহরিয়া হৃদয় এর রিপোর্ট

  • Related Posts

    AIDSO এর বিক্ষোভে উত্তাল সল্টলেকের বিকাশ ভবন চত্বর

    NEET-UG পরীক্ষায় ভয়াবহ দুর্নীতি প্রতিবাদে এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের ১ মাস হয়ে যাওয়া সত্বেও কলেজ গুলিতে স্নাতকে ভর্তি নির্দেশিকা প্রকাশে সরকারি টালবাহানার প্রতিবাদে আজ AIDSO পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক কমরেড…

    ভোট পরবর্তী হিংসার জের অব্যাহত মালদায়, কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের চেষ্টার অভিযোগ 

    [4:06 pm, 13/06/2024] Chandan: মালদা জেলায় ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা অব্যাহত। মানিকচকের পর এবার বৈষ্ণবনগর, মালদার বৈষ্ণবনগরের জানুটোলা এলাকায় এক কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    AIDSO এর বিক্ষোভে উত্তাল সল্টলেকের বিকাশ ভবন চত্বর

    AIDSO এর বিক্ষোভে উত্তাল সল্টলেকের বিকাশ ভবন চত্বর

    ভোট পরবর্তী হিংসার জের অব্যাহত মালদায়, কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের চেষ্টার অভিযোগ 

    ভোট পরবর্তী হিংসার জের অব্যাহত মালদায়, কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের চেষ্টার অভিযোগ 

    দেবাশিস সেনের আমলে রাজারহাট-নিউ টাউনে কোন সংস্থাকে কত জমি?

    দেবাশিস সেনের আমলে রাজারহাট-নিউ টাউনে কোন সংস্থাকে কত জমি?

    “মুর্শিদাবাদে আর এস পি-র গোড়াপত্তনের কথা”

    “মুর্শিদাবাদে আর এস পি-র গোড়াপত্তনের কথা”

    চন্দননগর হাসপাতালের সামনে অবাঙালী উমেশ যাদব ও তার পরিবারের হাতে খুন বাঙালি সুপ্রিয় সাঁতরা, প্রতিবাদে সরব বাংলা পক্ষ

    চন্দননগর হাসপাতালের সামনে অবাঙালী উমেশ যাদব ও তার পরিবারের হাতে খুন বাঙালি সুপ্রিয় সাঁতরা, প্রতিবাদে সরব বাংলা পক্ষ

    বৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিং, বন্ধ বিভিন্ন রাস্তা; সমস্যায় পর্যটক থেকে এলাকার মানুষ

    বৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিং, বন্ধ বিভিন্ন রাস্তা; সমস্যায় পর্যটক থেকে এলাকার মানুষ